নারায়ণগঞ্জে নিজ ঘর থেকে এক নারীর হাত-পায়ের রগ কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার শহরের পাইকপাড়া বড় কবরস্থানের পার্শ্ববর্তী আদর্শ নগর এলাকার এক বাড়ি থেকে ওই উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ৫৫ বছর বয়সী নূরজাহান বেগম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া আদর্শ নগর এলাকার রমজান মোল্লার স্ত্রী।
নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানান, নুরজাহান বেগমের স্বামী রমজান মোল্লা রাজধানীতে প্রাইভেটকার চালান। চাকরি সূত্রে তাদের ছেলেরা বাইরে থাকেন। একমাত্র মেয়েও বিয়ের পর শ্বশুরবাড়িতে। ফলে ঘরে একই ছিলেন নুরজাহান বেগম। বুধবার দুপুরে তাদের ভাড়াটিয়া এক নারী ভাত রান্না করতে গিয়ে দেখেন, ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন নুরজাহান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
স্বর্ণালঙ্কারের লোভেই হত্যাকাণ্ডটি ঘটেছে জানিয়ে আনিচুর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের আইনের আওতায় আনতে ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।’
এদিকে খবর পেয়ে নুরজাহান বেগমের বাড়িতে ছুটে এসেছে তার স্বজনরা। তারা খুনিকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
নিহতের স্বামী রমজান মোল্লা বলেন, ‘আমি ঢাকায় প্রাইভেট গাড়ির ড্রাইভার। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে বাড়ি এসে দেখি আমার স্ত্রীর রক্তাক্ত লাশ। বাড়ি ফাঁকা পেয়ে কেউ এসে তাকে হত্যা করে স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। আমি স্বর্ণালঙ্কার চাই না, খুনিদের শাস্তি চাই। স্ত্রী হত্যার বিচার চাই আমি।’