দুই মাসের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার দু’দিন পর চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ।
চাঁদপুরের পদ্মা-মেঘনায় জেলেরা ইলিশের দেখা না পেলেও দক্ষিণাঞ্চলের জেলেদের জালে কিছু ইলিশ ধরা পড়ছে। আর সেই ইলিশ নিয়ে আসা হচ্ছে বড় স্টেশন মাছঘাটে।
ইলিশের সরবরাহ বাড়ায় কর্মব্যস্ততাও বেড়েছে ঘাটের শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, বাজারে সত্যিই দক্ষিণাঞ্চলে ধরা পড়া ইলিশের সরবরাহ বেড়েছে। বুধবার চাঁদপুর মাছঘাটে ৩৫০ মণ ইলিশ সরবরাহ হয়েছে। তবে সেগুলোর বেশিরভাগই আকারে ছোট ও মাঝারি। ১ কেজি ওজনের ইলিশের মণ ৪০ থেকে ৪২ হাজার টাকা, আর ৪০০ থেকে ৫০০ গ্রামের ইলিশের মণ ২০ থেকে ২২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
তিনি বলেন, ‘ইলিশের সরবরাহ কম থাকায় দাম একটু বেশি। তবে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলের ইলিশ পুরোদমে আসা শুরু করলে তখন মৎস্য আড়ত জমে উঠবে। আর দামও নাগালের মধ্যে চলে আসবে।’
উল্লেখ্য, জাটকা সংরক্ষণের জন্য সরকার মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরসহ দেশের বেশকিছু স্থানে নদীতে অভয়াশ্রম ঘোষণা করে। এ সময় নদীতে যেকোনো ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুদ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ছিল।