মুন্সিগঞ্জ সদরের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় আল নোমান আকিব নামের কলেজছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১২টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে আধাঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়ে। এতে অংশ নেয় স্থানীয় দুটি কলেজের শতাধিক শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানায়, গত ২৪এপ্রিল দুই বন্ধুর সাথে স্থানীয় প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহম রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র আকিব মোল্লারচর এলাকায় ঘুরতে যায়। সেখানে আহাদ নামের এক যুবককে বন্ধুদের নিয়ে মেয়েদের ইভটিজিং করতে দেখলে প্রতিবাদ করে আকিব।
এতে আহাদ নামের ওই যুবক ও তার বন্ধু রোহান, রাব্বি সহ কয়েকজন ক্ষিপ্ত হয়ে এলোপাথাড়ি ছুড়িকাঘাত করে আহত করে আকিবকে৷ গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার পরদিন ভোক্তভোগীর পিতা আবু নাইম বাদী হয়ে এজহার নামিয় ৩জন সহ অজ্ঞাত ৪/৫জনের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দায়ের করে।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি তারিকুজ্জামান জানান, ছুড়িকাঘাতের ঘটনার পরপরই নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার পরই আসামীরা পলাতক থাকায় তাদের আটক করা যায়নি। তাদের আটকের চেষ্টা চলছে।