গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি ভঙ্গের সন্তোষজনক ব্যাখ্যা না দিতে পারলে ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থীর আজমত উল্লার শাস্তি হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।
মঙ্গলবার রাজধানীর আগারগাওঁয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমনটি জানান।ইসি আলমগীর বলেন,‘মিডিয়াতে যা দেখেছি তা প্রার্থীর আচরণের মধ্যে পড়ে না। সেক্ষেত্রে উনি ব্যাখা দেবেন।ব্যাখাটা যদি সন্তোষজনক হয় তাহলে ভালো না হলে কিছু না কিছু একটা শাস্তি হতে পারে।’
ঘোষিত তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৭ এপ্রিল। বাছাই হয়েছে ৩০ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৮ মে। ভোটগ্রহণ হবে ২৫ মে।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় সভা, মিছিল, শোভাযাত্রা ও শোডাউন করায় আচরণবিধি ভঙ্গের ব্যাখ্যা দিতে গত রোববার আজমত উল্লাকে ঢাকার নির্বাচন ভবনে আসতে চিঠি দেয় ইসি। আগামী ৭ মে নির্বাচন ভবনে এসে তাকে কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।
আচরণবিধি ভঙ্গে কী শাস্তি হবে তা অপরাধের গুরুত্ব বিবেচনায় নির্ভর করবে জানিয়েছেন ইসি আলমগীর বলেন, ‘তিরস্কার যেমন শাস্তি তেমনি জেল-জরিমানা এবং প্রার্থিতা বাতিলের বিধানও আছে আইনে।’
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিয়ম-কানুন সবাইকে মানতে হবে। আচরণ বিধি না মানলে রিটার্নিং কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ব্যবস্থা নেবেন। এরপর প্রার্থিতা বাতিলের ক্ষমতাও আছে কমিশনের। আমরা যে ধরনের মেসেজ দিচ্ছি আশাকরি তারা আচরণ বিধি মেনে চলবেন।’
মন্ত্রী-এমপিদের আচরণ বিধি ভঙ্গের বিষয়ে ইসি বলেন,‘ অনেকেই হয়তো আইন-কানুন সম্পর্কে অবগত নন। সেজন্য আমরা মন্ত্রিপরিষদের মাধ্যমে তাদের অবগত করার জন্য চিঠি দিয়েছি।’