আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘শেখ হাসিনার সরকারের আমলেই বাংলাদেশের মানুষের টাকায় পদ্মা সেতু হয়েছে। বাংলাদেশকে তিনি উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের বুকে পরিচিত করেছেন। দেশে উন্নয়নের চাকা ঘুরছে এবং এই চাকা ঘুরবেই।
আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ চত্বরে মঙ্গলবার এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদেরকে খুবই ভালোবাসেন। আমার এখানে আসার উদ্দেশ্য হলো তার এই বার্তা আপনাদের কাছে পৌঁছে দেয়া ও আগামী জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নৌকায় আপনাদের কাছে ভোট চাওয়া।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলাদেশ আজ মর্যাদার আসনে বসিয়েছেন। বাংলাদেশের জন্য তিনি একটা ভবিষ্যৎ পরিকল্পনাও দিয়েছেন। তার সেই পরিকল্পনায় বলা আছে- ২০৩১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে পরিচিত করা এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিত করা।’
আইনমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের একজন সেবক হয়ে থাকতে চাই। আমি চাই এলাকার উন্নয়ন। আমি এ পর্যন্ত কসবা-আখাউড়ার প্রায় ১৫শ’ লোককে সরকারি চাকরি দিয়েছি এবং ৭শ’ লোককে নকলনবিশ করেছি।’
পথসভায় সভাপতিত্ব করেন মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. মফিজুল ইসলাম শিশু। বক্তব্য দেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম চৌধুরী দীপক।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আওয়ামী লীগ নেতা মো. সেলিম ভূইয়া, মনির হোসেন বাবুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাব উদ্দিন বেগ শাপলু প্রমুখ।