বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দেশের উচ্চতা বাড়াতে যুক্তরাষ্ট্রে গেছেন প্রধানমন্ত্রী: কাদের

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১ মে, ২০২৩ ১৯:২৯

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনার বিদেশ সফরের গুরুত্ব যারা বোঝে না তারাই এই সফর নিয়ে কটাক্ষ করছে। তাদেরকে বলার কিছু নেই। তারা হিংসার আগুনে জ্বলে।’

দেশ বিক্রি নয় বরং দেশের উচ্চতা বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফরে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী সেখানে গেছেন আগামী বাজেটের জন্য সহযোগিতা চাইতে; দ্রব্যমূল্য বৃদ্ধিতে যারা কষ্ট পাচ্ছে তাদের জীবন বাঁচাতে।’

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শ্রমিক লীগ আয়োজিত শ্রমিক সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফর নিয়ে বিভিন্ন মহলের তীর্যক মন্তব্যের জবাবে কাদের বলেন, ‘শেখ হাসিনার বিদেশ সফরের গুরুত্ব যারা বোঝে না তারাই এই সফর নিয়ে কটাক্ষ করছে।

‘যারা এই সফরের বিরুদ্ধে কথা বলে তাদেরকে কিছু বলার নেই। তারা হিংসার আগুনে জ্বলে। পদ্মা সেতুর জ্বালা, মেট্রোরেলের জ্বালা, বঙ্গবন্ধু টানেলের জ্বালা, ১০০ সেতুর জ্বালা, ১০০ রাস্তার জ্বালা তাদের।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘এই ঈদে কোনো পথেই অশান্তি নেই। মানুষ শান্তিতে বাড়ি ফিরেছে। মানুষ যদি শান্তিতে থাকে বিএনপির মনে কষ্ট লাগে। বাংলার মানুষ ভালো আছে, আর বিএনপির মন খারাপ।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি ৫২ দল, ১২ দল নিয়ে ১০ দফা বিক্ষোভ পদযাত্রা, হোঁচট খাওয়া আন্দোলন করেছে। পদযাত্রার নামের শেষ যাত্রা করছে তারা। বিএনপির আন্দোলন, দফা, দল সবই ভুয়া।

বিএনপি পথহারা, দিশেহারা। ফান্দে পড়িয়া বগা কান্দের মতো দশা তাদের। বিএনপি রাজনীতিতে পরাজিত হয়ে গেছে, আন্দোলনে পরাজিত, নির্বাচনে এলেও পরাজিত হবে।’

বিএনপি রাজনীতিতে পরাজিত হয়ে এখন দেশের অর্থনীতিকে পরাজিত করার টার্গেটে নেমেছে বলে অভিযোগ করেন কাদের। কিন্তু এদেশের মানুষ আর প্রহসনের নির্বাচনে ফিরে যাবে না এবং অর্থ পাচারকারী তারেক রহমানদের হাতে দেশের ক্ষমতা তুলে দেবে না বলে মন্তব্য করেন তিনি।

আসন্ন নির্বাচনে জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই- এমন কাউকে মনোনয়ন দেয়া হবে না বলে জানান ক্ষমতাসীন দলটির দ্বিতীয় শীর্ষ এই নেতা। তিনি বলেন, ‘অর্থ পাচারকারীদের আওয়ামী লীগে স্থান নেই।’

জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নূর কুতুব আলম মান্নানের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আযম খসরু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।

আরও উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুল রহমান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামশ পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।

এ বিভাগের আরো খবর