কক্সবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় এরইমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার মধ্যরাত রাত ১২টার দিকে শহরের কলাতলীর জিয়া গেস্ট ইনের পাশের সড়ক এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যের নাম সোহেল রানা। তিনি শহর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত আছেন।
বর্তমানে আহত ওই পুলিশ কর্মকর্তা কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন, তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন। পুলিশের ধারণা, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই ছিনতাইকারী।
গ্রেপ্তাররা হলেন- ২২ বছর বয়সী মিসবাউল হক মুন্না , ২৩ বছর বয়সী ইমাম হোসেন ও ২৬ বছর বয়সী সুজা উদ্দিন ওরফে রুবেল পাটোয়ারী (২৬)।
পুলিশের ভাষ্য, রাতে টহলে থাকা অবস্থায় ওই পুলিশ কর্মকর্তা সোহেলের তিন যুবককে সন্দেহ হলে পরিচয় জানতে চান। এসময় তাদের একজন সোহেলের পেটে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। ঘটনাস্থল থেকে দুজন পালিয়ে গেলেও ছুরিকাঘাত করা যুবককে ধরে ফেলেন গুরুতর আহত সোহেল রানা।
পরে স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিক পুলিশের একটি টিম গিয়ে সোহেল রানাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত মুন্নাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।
২০১৫ সালের ২৩ জুলাই কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্যুরিস্ট পুলিশের পারভেজ নামে এক কনস্টেবল নিহত হয়েছিলেন।