চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকার রাজাখালীর তুলাতলি এলাকায় বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে ৷
রাজাখালীর তুলাতলি জামাই বাজার এলাকায় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ বলেন, ‘আমরা খবর পেয়ে সোমবার সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছি। আমাদের লামার বাজার ও নন্দনকানন স্টেশনের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’
তিনি আরও বলেন, ‘আগুনে ১০ থেকে ১২টি ঘর পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।’