বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাজীপুর সিটি নির্বাচনের দায়িত্বে আ.লীগের ২৮ সদস্যের দল

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৩০ এপ্রিল, ২০২৩ ২০:০৭

দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে প্রতিনিধি দলের প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচনি দায়িত্ব পালনের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে ২৮ সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করেছে।

দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে প্রতিনিধি দলের প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। পাশাপাশি সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে এবং উপদেষ্টা হিসেবে আছেন গাজীপুর জেলা আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধমন্ত্ৰী আ. ক. ম. মোজাম্মেল হক।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়।

২৮ সদস্যের দলে সদস্য হিসেবে আছেন সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, অ্যাডকামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সিমিন হোসেন রিমি, সাংগঠনিক সম্পাদক এস. এম কামাল হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. নজিবুল্লাহ হিরু, দপ্তরসম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেগম শামসুন নাহার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, অ্যাডভোকেট তারানা হালিম, অ্যাডভোকেট সানজিদা খানম, আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু, মোহাম্মদ সাইদ খোকন, রেমন্ড আরেং ও নির্মল কুমার চ্যাটার্জি।

গত ১৫ এপ্রিল স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় গাজীপুর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে আজমত উল্লা খানের নাম চূড়ান্ত করা হয়। এই সিটিতে নৌকার টিকিট পেতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৭ নেতা মেয়র পদে আবেদনপত্র জমা দিয়েছিলেন।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার ১১ লাখ ৮৪ হাজার ৩৬৩ জন। আগামী ২৫ মে এই মহানগরের মেয়র ও কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরো খবর