বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এসএসসির আগের রাতে পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রতিনিধি, গাইবান্ধা    
  • ৩০ এপ্রিল, ২০২৩ ০৯:৫৪

গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন জানান, তারা জমজ দুই ভাই রোববার একই সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। পরীক্ষার বিষয়ে কাব্যর  তুলনামূলক কিছুটা কম প্রস্তুতি ছিল। এসব বিষয় নিয়ে তার মা-বাবা রাগারাগি করেছেন। সেই অভিমান থেকে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গোবিন্দগঞ্জ পৌরসভার পুরাতন বন্দর সরকার বাড়ির নিজ কক্ষ থেকে শনিবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।

প্রাণ হারানো ১৬ বছর বয়সী শ্রী কাব্য দাস একই এলাকার কাপড় ব্যবসায়ী শ্রী লিটন দাসের বড় ছেলে। সে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, শনিবার সন্ধ্যায় কাব্যের মরদেহ ঝুলে থাকতে দেখে স্বজনরা। মা-বাবার সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা যায়।

তিনি আরও জানান, যমজ ভাইসহ রোববার এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল কাব্য দাসের। পরীক্ষার বিষয়ে কাব্যের তুলনামূলক কিছুটা কম প্রস্তুতি ছিল। এসব বিষয় নিয়ে তার মা-বাবা রাগারাগি করেছেন। সেই অভিমান থেকে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের আরো খবর