তাবলিগ জামাতের উদ্দেশ্যে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে লঞ্চে রওনা হয়ে নিখোঁজ রয়েছেন আবরার করীম ত্বাসিন নামে এক কলেজ ছাত্র।
বরিশাল-ঢাকা রুটের এমভি সুন্দরবন-১৬ লঞ্চে ত্বাসিন বৃহস্পতিবার রওনা হয়ে নিখোঁজ হন বলে পরিবার জানিয়েছে। এ ঘটনায় তার বাবা শুক্রবার বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।
২১ বছর বয়সী ত্বাসিন বরিশাল নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সদর রোডের বাসিন্দা সাইফুল করিম ফেরদৌসের ছেলে। তিনি সরকারি বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র।
ত্বাসিনের মামা আনোয়ার হোসেন বিপু বলেন, ‘তাবলিগ জামাতের আমির ও নগরীর নিউ সার্কুলার রোডের বাসিন্দা মো. আনিস নিজের জিম্মায় ত্বাসিনসহ ১০ জনকে নিয়ে বৃহস্পতিবার লঞ্চযোগে ঢাকার উদ্দেশে রওনা হন। রাত ১০টার দিকে ত্বাসিনের বাবা কল দিয়ে তাকে পাননি। পরে তাকে আমির জানিয়েছেন যে ত্বাসিনকে পাওয়া যাচ্ছে না। ত্বাসিন নিখোঁজ।
‘আমির নিজের জিম্মায় ত্বাসিনকে তাবলিগ জামাতে নিয়ে গেলেও কিভাবে নিখোঁজ হয়েছে, সেই বিষয়ে তিনি কিছু জানেন না! এটা রহস্যজনক।’
সাধারণ ডায়েরির তদন্ত কর্মকর্তা বরিশাল কোতোয়ালি মডেল থানার এস আই মো. শহীদুল ইসলাম জানান, ত্বাসিন স্ব-ইচ্ছায় চিল্লায় (তাবলিগের ভাষায় ৪১ দিনের সফর) যাওয়ার উদ্দেশ্যে সুন্দরবন-১৬ লঞ্চে রওনা হন। লঞ্চের ভিডিও ফুটেজ দেখা হয়েছে। ফুটেজে দেখা গেছে, রাত ২টা ৫৫ মিনিট পর্যন্ত লঞ্চে ঘোরাঘুরি করেছেন ত্বাসিন। লঞ্চটি তখন মুন্সীগঞ্জ এলাকায় ছিল। এরপর থেকে তাকে দেখা যায়নি।
তিনি আরও জানান, ত্বাসিন তার সঙ্গে যাওয়া অন্যদের কাছে নিজের ব্যাগ ও মোবাইল সেট দিয়ে গেছে। প্রকৃত ঘটনা কী এখনও জানা যায়নি। তদন্ত চলছে।