ঢাকা-পটুয়াখালী মহাসড়কে বরিশালের বাকেরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২১ যাত্রী আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর সমিল ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভয়াবহ এই দুর্ঘটনায় কোনো প্রাণহানির খবর জানা নেই বলে জানিয়েছে বাকেরগঞ্জ থানা পুলিশ।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে বেপারী পরিবহনের একটি বাস পটুয়াখালীর দিকে যাচ্ছিলে। অপরদিকে পটুয়াখালী থেকে কায়েদ সুপার-২ নামে একটি বাস বরিশালের দিকে আসছিল। সন্ধ্যা ৬টায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর নামক স্থানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির অন্তত ২১ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার কারণে সড়কের দু’পাশে শতাধিক গাড়ি ঘন্টাখানেক আটকা পড়ে থাকে।
বাকেরগঞ্জ থানা পুলিশের ওসি এস এম মাকসুদুর রহমান জানান, দুর্ঘটনায় প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে আধ ঘণ্টার মধ্যেই সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।