আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘সংবিধান নিয়ে বিএনপি-জাতীয় পার্টি অনেক ফুটবল খেলেছে। জননেত্রী শেখ হাসিনা সেই খেলা বন্ধ করেছেন। দেশে ভোট হবে সাংবিধানিক পন্থায়। কোনো নির্দলীয় সরকার, কেয়ারটেকার সরকার থাকবে না।’
শনিবার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়নে কর্মিসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, ‘নির্বাচন করবে কমিশন। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুর দেয়া সংবিধানের অধীনে বাংলাদেশ চলে। বাংলাদেশের সংবিধান নিয়ে বিএনপি-জাতীয় পার্টি স্বৈরশাসনের সময়ে অনেক ফুটবল খেলেছে। জননেত্রী শেখ হাসিনা এই ফুটবল খেলা বন্ধ করেছেন।
আইনমন্ত্রী বলেন, ‘এক সময় নির্বাচনের আগে তিন মাসের জন্য কেয়ারটেকার সরকার হতো। ওই কেয়ারটেকার সরকারের বৈধতা নিয়ে হাইকোর্টে মামলা হলে হাইকোর্ট রায় দেয় কেয়ারটেকার সরকারের কোনো বৈধতা নাই, এটা বৈআইনি। পরবর্তী সময়ে আপিল বিভাগে গেলে আপিল বিভাগও কেয়ারটেকারকে অবৈধ বলে রায় দেয়।
‘সংসদে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করে ’৭২-এর সংবিধান মোতাবেক নির্বাচন এবং বাংলাদেশ চলবে এটাই সিদ্ধান্ত হয়েছে। সে অনুযায়ীই বাংলাদেশ চলছে। আগামী নির্বাচন সেই মোতাবেক হবে।’
দেশে আইনের শাসন নেই- বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাবে আনিসুল হক বলেন, ‘দেশে এখন আইনের শাসন আছে। হত্যার বিচার হয় না এমন কথা কেউ এখন বলতে পারবে না। বিএনপি জিয়াউর রহমান হত্যার বিচার করতে পারেনি। তাদের মুখে আবার আইনের শাসনের কথা!’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম ভূইয়া, মনির হোসেন বাবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ ভূইয়া বাদল, সাধারণ সম্পাদক কাজী লিটন খাদেম, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুরাদ হোসেন ভুঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, যুবলীগের যু্গ্ম আহ্বায়ক মো. নাজিম, আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।