পটুয়াখালীর দশমিনায় মুগডালের ক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
উপজেলার রনগোপালদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রনগোপালদী গ্রামে শনিবার সকালে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো ৪০ বছর বয়সী লাইলি বেগম একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাতার চর এলাকার সামসুল হক সরদারের মেয়ে।
আটক ব্যক্তিরা হলেন লাইলির স্বামী ৪৫ বছর বয়সী ফোরকান সিকদার, ফোরকানের দ্বিতীয় স্ত্রী মমতাজ ও ফোরকানের ভাতিজা মঙ্গল গাজী।
স্থানীয়রা জানান, শনিবার সকালে মুগডাল ক্ষেতে লাইলির মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় লাইলির স্বামী ফোরকান সিকদার, ফোরকানের দ্বিতীয় স্ত্রী মমতাজ ও ফোরকানের ভাতিজা মঙ্গল গাজী পালানোর চেষ্টা করলে তাদের হাতে-নাতে ধরে ফেলেন তারা। পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
লাইলির বাবা সামসুল হক সরদার বলেন, ‘আমার মেয়েকে টাকা পয়সার জন্য প্রায়ই মারধর করতো ফোরকান। কিন্তু নাতিদের মুখের দিকে তাকিয়ে তখন কিছু বলতাম না। এখন শেষমেশ আমার মেয়েটাকেই মেরে ফেলল। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।’
দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, পারিবারিক কলহের কারণেই লাইলিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাইলির মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।