বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, খালেদা জিয়াকে বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে।
স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বেলা ৩টায় তাকে হাসপাতালে নেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
তিনি সাংবাদিকদের জানান, খালেদা জিয়াকে বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে।
স্বাস্থ্যগত নানা জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন। স্বাস্থ্য পরীক্ষার জন্য সময়ে সময়ে এভারকেয়ার হাসপাতালে যান তিনি। সেখানে তাকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন মেডিক্যাল বোর্ড সদস্যরা।