দেশর তিন জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজন প্রাণ হারিয়েছেন। সরকারি ছুটির দিন শুক্রবার দুপুর ও সন্ধ্যায় এসব দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনা বেশ কয়েকজন আহত হয়েছেন।
গোপালগঞ্জ
গোপালগঞ্জে বাস ও নসিমনের সংঘর্ষে তিন কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও একজন।
সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার সোনাশুর নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সদর উপজেলার আন্দারকোটা গ্রামের ৫৫ বছর বয়সী দীনেশ অধিকারী, ৩৫ বছরের সঞ্জয় বৈরাগী এবং ৩৪ বছরের মিহীর বৈরাগী।কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, সদর উপজেলার তালা বাজারে কাঁচামাল বিক্রি শেষে চার ব্যবসায়ী নছিমনে করে গোপালগঞ্জ সদর উপজেলার আন্দারকোটা গ্রামে ফিরছিলেন।
তিনি জানান, পথে সোনাশুরে বিপরীত দিক খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের যানবাহনটির মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে নছিমনটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
ওসি জানান, এতে ঘটনাস্থলেই দিনেশ অধিকারী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে সঞ্জয় বৈরাগী ও মিহীর বৈরাগীর মৃত্যু হয়।
এ ছাড়া গোপালগঞ্জ সদরের উত্তর ভেন্নাবাড়ী নামক স্থানে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেলের চালক ৪৫ বছর বয়সী শংকর বালা ও তার ছেলে ৭ বছরের রুদ্র বালা আহত হয়েছেন।তাদের গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচিতে দুটি মোটরসাইকেল সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার সন্ধ্যায় বেলকুচি উপজেলা সূবর্ণসাড়া পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বেলকুচি উপজেলা ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই কলিয়াপাড়া গ্রামের মুকুল সরকারের ছেলে ২৩ বছর বয়সী আল আমিন ও
সিরাজগঞ্জ সদর থানাধীন সয়াধানগড়া গ্রামের নাছির উদ্দিনের ছেলে ৩৬ বছর বয়সী ইউনুস ।
পুলিশের ভাষ্য, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সূবর্ণসাড়া তেল পাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় দুই চালক নিহত ও এক শিশু আহত হন।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, নিহতদের লাশ বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। আহত শিশু স্থানীয় একটি মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাইক্রোবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার শ্যামলীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার চান্দুরা এলাকার আ. খালেকের ছেলে ২১ বছর বয়সী শিপন ও একই এলাকার ফরিদ মিয়ার ছেলে ২২ বছর বয়সী মো. মারুফ ইমন ।
পুলিশের ভাষ্য, শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার শ্যামলীঘাট এলাকায় ঢাকামুখী মাইক্রোবাসটি মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল দুই আরোহী শিপন ও ইমন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে ঢাকায় রেফার্ড করেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তথ্য পাঠিয়েছেন গোপালগঞ্জ, সিরাজগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি