সংঘাতকবলিত সুদান থেকে বাংলাদেশিসহ ৫২ জনকে উদ্ধার করেছে সৌদি আরব। তবে কতজন বাংলাদেশি উদ্ধার হয়েছেন তা জানা যায়নি।
শুক্রবার সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের টুইটার পেজে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে জানানো হয়, চলমান উদ্ধার তৎপরতার অংশ হিসেবে শুক্রবার সুদান থেকে উদ্ধার ৫২ জন জেদ্দায় পৌঁছেছেন। তাদের মধ্যে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, দক্ষিণ আফ্রিকা, ঘানা, লেবানন, নাইজার, লিবিয়া ও গিনির নাগরিক রয়েছেন। এদের সৌদির রাজকীয় নৌবাহিনীর জাহাজ আল জুবাইলে করে নিয়ে আসা হয়েছে।
এখন উদ্ধারকৃতদের স্বদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
এর আগে গত ২৩ এপ্রিল সুদান থেকে বাংলাদেশিসহ ৯১ জনকে উদ্ধারের কথা জানিয়েছিল সৌদি।
সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সুদানে সংঘাত শুরু হওয়ার পর এখন পর্যন্ত দেশটি থেকে সৌদি আরব ২ হাজার ৮৭২ জনকে উদ্ধার করেছে। এর মধ্যে সৌদির নাগরিক রয়েছেন ১১৯ জন। এছাড়া বাকি ২ হাজার ৭৫৩ জন ৮০টি দেশের নাগরিক।
ক্ষমতার দ্বন্দ্বে সুদানের সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে গত ১৫ এপ্রিল লড়াই শুরু হয়। দেশটির সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান ও আরএসএফ প্রধান জেনারেল মোহামেদ হামদান দাগালো দুই পক্ষের নেতৃত্বে রয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, লড়াইয়ে কমপক্ষে ৫১২ জন নিহত ও ৪ হাজার ১৯৩ জন আহত হয়েছেন। তবে প্রকৃত মৃত্যুর সংখ্যা এর চেয়ে অনেক বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংঘাত পরিস্থিতিতে রাজধানী খার্তুম, দারফুর অঞ্চলের অবস্থা সবচেয়ে শোচনীয় হয়ে পড়েছে। সহিংস পরিস্থিতির মুখে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশ সুদান থেকে নিজ নিজ দেশের কূটনীতিক ও নাগরিকদের উদ্ধার করতে তৎপরতা চালাচ্ছে। বাংলাদেশ সরকারও সেখান থেকে নাগরিকদের ফেরত আনতে তৎপরতা শুরুর কথা জানিয়েছে।