বঙ্গোপসাগরে অবস্থিত সাঙ্গু গ্যাস ফিল্ডের মালামাল চুরির সময় ১৬ জনকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড।
শুক্রবার ভোর ৫টার দিকে একটি বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নুরুল ইসলাম, মারুফ, সাদেক, তাসিব, সজিব, হামিদ, মফিজ, সোহেল, সোহরব, বাবুল, মুন্না, তানভীর, তুহিন, বাবু, সিদ্দিক ও জসিম।
লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, গোপন সংবাদে জানা যায়, একটি চক্র বহির্নোঙরে অবস্থিত সাঙ্গু গ্যাস ফিল্ডের গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, পাইপ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল চুরি করছে। খবর পেয়েই কোস্ট গার্ডের জাহাজ পোর্টে গ্র্যান্ডে বহির্নোঙরের সাঙ্গু গ্যাস ফিল্ড সমুদ্র অঞ্চলে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, অভিযানে সাঙ্গু গ্যাস ফিল্ডের কাছে দুটি সন্দেহজনক বোট ও গ্যাস ফিল্ডের ওপরে কয়েকজন লোককে বিভিন্ন স্ট্রাকচার কাটতে দেখা যায়। এসময় কোস্ট গার্ড জাহাজটি গ্যাস ফিল্ডের গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, পাইপ, গ্যাস কাটার ও সিলিন্ডিারসহ ১৬ জন চোরকে গ্রেপ্তার করে।
লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা বেশকিছু দিন ধরে সাঙ্গু গ্যাস ফিল্ডের স্ট্রাকচার ও গুরুত্বপূর্ণ মালামাল চুরির সঙ্গে জড়িত। এসকল মালামাল তারা চট্টগ্রামের ভাটিয়ারীতে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করতেন বলে জানান।