রাজধানীর সাভারে একটি ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় কোটি টাকার বেশি ফার্নিচার পুড়ে গেছে বলে দাবি দোকান মালিকের।
শুক্রবার সকাল ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে পল্লীবিদ্যুত এলাকায় এস রহমান টিম্বার ট্রেডার্স ফার্নিচারের দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী ঘটনাটি নিশ্চিত করেন।
দোকান মালিক সোহরাব হোসেন জানান, ঈদের ছুটিতে দোকান বন্ধ ছিলো। রাতে মার্কেটের সিকিউরিটি পাহাড়ায় থাকলেও সকাল ৭টার দিকে চলে যায়। আজ সকালে সিকিউরিটি চলে যাওয়ার পর ৮টার দিকে আগুন লাগার খবর পাই। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানের সমস্ত ফার্নিচারসহ কাঠ ও মালামাল পুড়ে যায়। প্রায় ১ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে আমার৷ আমি নিঃস্ব হয়ে গেছি।’
প্রণব চৌধুরী জানান, ‘ফার্নিচার দোকানে আগুন লাগার খবর পেয়ে আমাদের তিনটি ও জিরাবো মডার্ণ ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়।
‘প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে দোকানে থাকা ফার্নিচার ও কাঠসহ মালামাল পুড়ে যায়। প্রাথমিক ভাবে অগ্নিকান্ডের কারণ জানা যায়নি।’