ইয়াবা বিক্রির অভিযোগে মো. রুস্তুম কসাই নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মিরপুর মডেল থানাধীন টেকনিক্যাল মোড় এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন জানান, রুস্তম মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্পের বাসিন্দা। তিনি মিরপুরের চিহ্নিত মাদক কারবারি। রুস্তম মূলত ইয়াবা বিক্রি করেন।
ওসি আরও জানান, রুস্তম ইয়াবা বিক্রি করেন ছদ্মবেশে। রায়েরবাজার এলাকায় তিনি কসাই হিসেবে মাংস বিক্রি করেন। দিনের বেলা এ কাজেই ব্যস্ত থাকেন। আর রাত হতেই বেরিয়ে পড়েন ইয়াবার প্যাকেট নিয়ে।
পুলিশ জানায়, বৃহস্পতিবারও ইয়াবা বিক্রির উদ্দেশ্যে টেকনিক্যাল মোড় এলাকায় যান রুস্তম। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখান থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তার দেহ তল্লাশি করে এক হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ।
রুস্তমের নামে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।