বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৮ মাসের এমপি হলেন নোমান আল মাহমুদ

  • প্রতিবেদক, চট্টগ্রাম   
  • ২৭ এপ্রিল, ২০২৩ ২০:৫০

চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই হিসাবে প্রায় আট মাসের জন্য এই আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন নোমান।

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ৬৭ হাজার ২০৫ ভোট পেয়ে জয়ী হন তিনি।

বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে নগরের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে অস্থায়ী নির্বাচনি ফলাফল সংগ্রহ ও তথ্য পরিবেশ কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান ফল ঘোষণা করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীকের প্রার্থী স.উ.ম আব্দুস সামাদ পেয়েছেন ৫ হাজার ৮৭ ভোট। এই হিসাবে নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নোমানের ব্যবধান ৬২ হাজার ১১৮।

চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই হিসাবে প্রায় আট মাসের জন্য এই আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন নোমান।

অন্যান্য প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মীর মোহাম্মদ রমজান আলী পেয়েছেন ৪৮০ ভোট, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপির কামাল পাশা পেয়েছেন ৬৭৩ ভোট, এবং চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন পেয়েছেন ১ হাজার ৮৬০ ভোট।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এই আসনে ১৯০ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৬৩ হাজার ৫৪৩ ও নারী দুই লাখ ৫৪ হাজার ১০৯ জন।

এর আগে সকাল আটটায় একযোগে এই আসনের ১৯০ টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। শুরুর দিকে কিছু কিছু কেন্দ্রে ভোটারের উপস্থিতি দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে ভোটারশূন্য হয়ে পড়ে অধিকাংশ কেন্দ্র। এ উপনির্বাচনে ভোট পড়েছে ১৪ দশমিক ৫৫ শতাংশ ।

নির্বাচনে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দিনভর মাঠে ছিলেন ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি দায়িত্ব পালন করে ৩ প্লাটুন বিজবি ও ৩ প্লাটুন র‍্যাব।

এদিকে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী আবদুস সামাদ এবং ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী কামাল পাশা।

গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের (বোয়ালখালী-চান্দগাঁও) সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

এ বিভাগের আরো খবর