এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করেন তিন বাহিনীর একটি সুসজ্জিত দল।
ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার সকালে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি। ওই এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করেন তিন বাহিনীর একটি সুসজ্জিত দল।
এসময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান ও সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।