বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাসের চাকায় পিষ্ট হলেন ডিপিডিসির প্রকৌশলী

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৫ এপ্রিল, ২০২৩ ২৩:৩৩

আত্মীয় মামুনুর রশিদ জানান, সদরুল ও তিনি ভারতে যাওয়ার ভিসার জন্য সংশ্লিষ্ট সেন্টারে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। শাহজাদপুরে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে সদরুল ছিটকে পড়েন। তখন ওই বাসের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়।

রাজধানীর প্রগতি সরণির শাহজাদপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে মো. সদরুল হক নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে সদরুল দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

সদরুল খিলগাঁওয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। রাজশাহীর রায়পুর থানার চারঘাট গ্রামের মো. জাহেদুল হকের একমাত্র ছেলে সদরুল খিলগাঁওয়ের বাসাবোতে ভাড়ায় থাকতেন।

সদরুলকে হাসপাতালে নিয়ে আসা তার আত্মীয় মামুনুর রশিদ জানান, সদরুল ও তিনি ভারতে যাওয়ার ভিসার জন্য সংশ্লিষ্ট সেন্টারে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। শাহজাদপুরে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে সদরুল ছিটকে পড়েন। তখন ওই বাসের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে মাথাসহ মুখমন্ডল পিষ্ট হয় সদরুলের। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাসটি পুলিশ জব্দ করেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত সহকারী ইনচার্জ মো. মাসুদ মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এ বিভাগের আরো খবর