বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিএসইসি ও এফএসএ এর মধ্যে চুক্তি

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৫ এপ্রিল, ২০২৩ ১৬:৪৯

আন্তর্জাতিক অঙ্গনে বিএসইসি'র অবস্থান তুলে ধরে এফএসএ এর সাথে ভবিষ্যতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়েও আলোচনা করা হয়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ফাইনান্সিয়াল এজেন্সি অফ জাপান (এফএসএ) এর মধ্যে একটি Eol (Exchange of Letters) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার বিএসইসি’র একটি প্রতিনিধি দলের সাথে এফএসএ’র মধ্যকার একটি দ্বিপাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এত বিএসইসি ও এফএসএ এর মধ্যে একটি Eol (Exchange of Letters) স্বাক্ষরিত হয়।

আলোচনা সভায় বিএসইসি এর চেয়ারম্যান (সিনিয়র সচিব) ও IOSCO-APRC ভাইস-চেয়ার অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, এফএসএ এর কমিশনার জনাব নাকাজিমা জুনুচি এবং এফএসএ এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভাইস-কমিশনার ও IOSCO APRC চেয়ার জনাব শিগেরু আরিজুমি সহ উক্ত নিয়ন্ত্রক সংস্থা দুটির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক এবং পুঁজিবাজার সংক্রান্ত আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। একইসাথে, অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা এবং সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। আন্তর্জাতিক অঙ্গনে বিএসইসি'র অবস্থান তুলে ধরে এফএসএ এর সাথে ভবিষ্যতে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়েও আলোচনা করেন।

উল্লেখ্য, Japan External Trade Organization (JETRO) এবং The Japan Bangladesh Committee for Commercial and Economic Co-operation (JBCCEC) এর সহযোগিতায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এর যৌথ উদ্যোগে জাপানের টোকিও শহরে ২৭ এপ্রিল তারিখে অনুষ্ঠিতব্য “Trade & Investment Opportunities between Bangladesh and Japan শীর্ষক সামিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে, স্বাক্ষরিত EOL টি মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিএসইসি ও এফএসএ এর মধ্যে বিনিময় হবে। ইতিমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের একটি প্রতিনিধিদল জাপানে অবস্থান করছেন।

এ বিভাগের আরো খবর