বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজশাহীতে স্বস্তির বৃষ্টি

  • প্রতিবেদক, রাজশাহী   
  • ২৫ এপ্রিল, ২০২৩ ১৬:৪৮

সোমবার দুপুরের পর থেকে আকাশ কিছুটা মেঘলা হয়ে আসে। বিকেল ৫টার পর শুরু হয় বৃষ্টি। জনজীবনে নেমে আসে স্বস্তি। সন্ধ্যার পরও বৃষ্টি ঝরতে থাকে।

রাজশাহীতে অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। প্রায় তিন সপ্তাহ ধরে তীব্র তাপপ্রবাহের পর সোমবার বিকেল থেকে বৃষ্টি শুরু হয়। মুষলধারে না হলেও হালকা বৃষ্টিতেই নেমে এসেছে স্বস্তি। সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহীতে ৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষণ কর্মকর্তা আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজশাহীতে চলতি মাসের শুরু থেকেই খরতাপ চলছে। প্রচণ্ড গরমে নাভিশ্বাস উঠে যাওয়ার অবসথা মানুষ ও অন্যান্য প্রাণীর। এপ্রিলের মাঝামাঝি থেকে এখানে তীব্র খরতাপ শুরু হয়। সপ্তাহ জুড়েই সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে অবস্থান করছিল। বৃষ্টির জন্য প্রার্থনা করে রাজশাহীতে বিশেষ নামাজ ও মোনাজাত হয়েছে। ঈদের প্রায় প্রতিটি জামাতেই দোয়া হয়েছে বৃষ্টি চেয়ে।

সোমবার দুপুরের পর থেকে আকাশ কিছুটা মেঘলা হয়ে আসে। বিকেল ৫টার পর শুরু হয় বৃষ্টি। জনজীবনে নেমে আসে স্বস্তি। সন্ধ্যার পরও বৃষ্টি ঝরতে থাকে।

এদিকে সোমবার রাজশাহীর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রাও কিছুটা কমেছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এ বিভাগের আরো খবর