লক্ষ্মীপুরে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) স্টাফ কোয়ার্টার থেকে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগের স্টাফ কোয়ার্টারের ভেতর থেকে সোমবার রাত ২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মমতাজ বেগম লক্ষ্মীপুর সদর উপজেলা কুশাখালী ইউনিয়নের প্রয়াত আব্দুল মতিনের স্ত্রী। তার স্বামী সড়ক বিভাগে চাকরি করতেন। স্বামীর মৃত্যুর পর থেকেই তার দুই ছেলেকে নিয়ে সড়ক বিভাগের স্টাফ কোয়ার্টারে মমতাজ বসবাস করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান, স্বামীর মৃত্যুর পর থেকে লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগের স্টাফ কোয়ার্টারে বসবাস করতেন মমতাজ বেগম। সোমবার রাতে তার বড় ছেলে বাপ্পি বাসায় ফিরে দেখেন তার মায়ের খণ্ডিত মরদেহ পড়ে আছে। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ বিষয়ে তদন্ত চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।