রাজধানীর মিরপুর এলাকায় ঈদ সালামির নামে চাঁদাবাজি করতে যাওয়া দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার দুইজন হলেন শাকিল আহমেদ ও মো. আশফাকুর রহমান সজিব।
মিরপুর মডেল থানার বড়বাগ বসতি নামের আবাসিক এলাকা থেকে সোমবার বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার শাকিল ২০১৬ সালে পোশাক কারখানার কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি। সজিব অস্ত্র মামলার আসামি।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ঘটনা নিশ্চিত করে নিউজবাংলাকে বলেন, ‘গ্রেপ্তার দুইজনই মিরপুরের চিহ্নিত অপরাধী। শাকিলের বিরুদ্ধে পাঁচটি এবং সজিবের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। তারা বিভিন্ন কৌশলে মিরপুরে চাঁদাবাজি করে আসছিল।’
তিনি বলেন, “আজ তারা ঈদ সালামির নামে বড়বাগ বসতি আবাসিক এলাকায় একজন অ্যাডিশনাল জজসহ ১০ থেকে ১২টা পরিবারের কাছে গিয়ে বিভিন্ন অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ‘সমস্যা হবে’ বলেও হুমকি দেয়। পরে এ ব্যাপারে অভিযোগ করলে মিরপুর থানা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে।”
চাঁদাবাজির ঘটনায় দুজনের নামে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।