বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মদ্যপ তরুণ-তরুণী ঢামেকে যা করলেন

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৪ এপ্রিল, ২০২৩ ২২:০৯

মদ্যপ দুই তরুণ-তরুণীকে পুলিশ আটক করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর স্টমাক ওয়াশ করা হয়। এরপর শুরু হয় তাদের তাণ্ডব। তা থেকে রেহাই পাননি স্টমাক ওয়াসারসহ পুলিশ কর্মকর্তা, আনসার সদস্য, মেডিক্যাল স্টাফ, এমনকি হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগীর স্বজনরাও।

রাজধানীর রামপুরায় মদ্যপ অবস্থায় তরুণ-তরুণীকে আটক করে বিপাকে পড়ে গেছে থানা পুলিশ। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাণ্ডব চালিয়েছে এই দুজন।

পুলিশ সূত্র জানায়, রোববার রাতে মদপ্য অবস্থায় সাদমান নামে এক তরুণ প্রাইভেট কার চালিয়ে কয়েকটি গাড়ির ক্ষতি সাধন করেন। এ সময় তার পাশে সারাবান তহুরা নামে এক তরুণী ছিলেন। এ সময় জনতা তাদের প্রাইভেট কারটি আটক করে।

রাত সাড়ে ৯টার দিকে রামপুরা থানার পুলিশ ভ্যানে করে ওই দুই তরুণ-তরুণীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। তাদেরকে যখন হাসপাতোলে আনা হয় তখন সাদমানকে হ্যান্ডকাফ পরানো ছিল। আর এক নারী পুলিশ সদস্য ওই তরুণীর হাত ধরে নিয়ে আসেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোববার রাতে মদপানে বেসামাল তরুণ-তরুণীকে সামলাতে গিয়ে গলদঘর্ম পুলিশ ও হাসপাতালের স্টাফ। ছবি: নিউজবাংলা

চিকিৎসক তাদেরকে ভর্তি দেন এবং স্টমাক ওয়াশের পরামর্শ দেন। রাতে স্টমাক ওয়াশ করে হাসপাতাল কক্ষে নেয়ার পর শুরু হয় ওই দুই তরুণ-তরুণীর তাণ্ডব। তাদের সেই তাণ্ডব থেকে স্টমাক ওয়াসারসহ পুলিশ কর্মকর্তা, আনসার সদস্য, মেডিক্যাল স্টাফ, এমনকি অন্যান্য রোগীর স্বজনরাও রেহাই পাননি।

তারা রামপুরা থানা পুলিশের দারোগাসহ সব পুলিশ সদস্যকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ধাক্কা মারতে থাকেন। একইসঙ্গে হুমকি দিয়ে বলতে থাকেন- ‘হ্যান্ডকাফ খুলে দে। তা না হলে তোদের খবর আছে।’

এ ধরনের অস্বাভাবিক আচরণের শিকার অন্যরা এ সময় ক্ষোভ প্রকাশ করেন। তারা বলতে থাকেন- এই বেয়াদব দুটিকে লাঠিপেটা করে পুলিশ থানায় নিয়ে হাজতে ভরছে না কেন? তাহলে কি এই মাদকাসক্ত তরুণ-তরুণীর কাছে পুলিশ অসহায়?

অবশেষে রাত সাড়ে ১১টার দিকে তাদের তাণ্ডবের কাছে নতি স্বীকার করে রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) সজন ওই তরুণের হ্যান্ডকাফ খুলে দেন।

এসআই সজন বলেন, ‘রোববার রাত পৌনে ৯টার দিকে মদপ্য অবস্থায় এই তরুণ প্রাইভেট কার চালিয়ে কয়েকটি গাড়ির খতি সাধন করেন। পরে জনতা তাদের প্রাইভেট কারটি আটক করে। আমরা খবর পেয়ে মালিবাগ চৌধুরীপাড়া মোড়ে আবুল হোটেলের সামনে কালো রঙের ব্যক্তিগত গাড়ি থেকে মদ্যপ অবস্থায় এই দুই তরুণ-তরুণীকে আটক করি। পরে স্টমাক ওয়াশ দেয়ার জন্য ওদেরকে ঢাকা মেডিক‍্যালে নিয়ে আসা হয়। তাদের এমন আচরণের ঘটনায় মামলা হবে।’

এ বিভাগের আরো খবর