চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোর নিহত হয়েছে। সোমবার দুপুরে চাঁদপুর-লাকসাম রেলপথের শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা ওয়ারুক রেল স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ আহম্মেদ দেলোয়ার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
ট্রেনের যাত্রী ইউসুফ রানা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুরের দিকে প্রবেশ করছিল। ওই সময় ছাদে অন্যান্য যাত্রীর সঙ্গে ছিলেন পারভেজ। ট্রেনের ছাদে যাত্রীর ভিড় থাকায় চাপে পড়ে হঠাৎ ছাদ থেকে নিচে পড়ে যান পারভেজ। এতে ট্রেনের নিচে কাটা পড়ে খণ্ড-বিখণ্ড হয় তার দেহ।
চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদউল্লাহ বাহার বলেন, ‘ঘটনাস্থল সংলগ্ন স্টেশন ঘটনাটি জানানোর পর তাৎক্ষণিক জিআরপি থানা পুলিশকে পাঠনো হয়। প্রাথমিক তদন্ত শেষে মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।’