বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ট্রলারে ১০ মরদেহ: রহস্য উদঘাটনে পুলিশের অভিযান শুরু

  • প্রতিনিধি, কক্সবাজার   
  • ২৪ এপ্রিল, ২০২৩ ১৯:৪২

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, ‘এখন পর্যন্ত আমরা সুনিশ্চিতভাবে বলতে পারছি না কীভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা ঘটিয়েছে। তদন্তকারীরা কাজ করছেন। ঢাকা থেকে সিআইডি, পিবিআইয়ের দল এসে অনুসন্ধান শুরু করেছে। জড়িতদের দ্রুত চিহ্নিত করার চেষ্টা করছি আমরা।’

কক্সবাজারে ভাসমান ট্রলার থেকে উদ্ধার হওয়া দশজন পরিকল্পিত হত্যার শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে জেলা গোয়েন্দা পুলিশ, সিআইডি ও পিবিআই ঢাকা থেকে স্পেশাল টিম কাজ করছে। ইতোমধ্যে তারা সম্ভাব্য বিভিন্ন জায়গায় অভিযানও শুরু করেছে।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন সোমবার দুপুরে কক্সবাজারে এসব তথ্য জানান। তিনি আরও জানান, হাত-পা বাঁধা পচন ধরা মরদেহগুলোর পরিচয় শনাক্ত করেছেন স্বজনরা।

ডিআইজি আনোয়ার হোসেনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি দল সোমবার দুপুরে কক্সবাজার হাসপাতাল মর্গে যান। এ সময় ডিআইজি ট্রলারডুবির ঘটনায় নিহতদের কয়েকজন স্বজনের সঙ্গে কথা বলেন। স্বজনরাও তার কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। এ সময় সেখানে সিআইডি ও পিবিআইর সদস্যরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বলেন, ‘এখন পর্যন্ত আমরা সুনিশ্চিতভাবে বলতে পারছি না কীভাবে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটেছে এবং কারা ঘটিয়েছে। আমাদের ইনভেস্টিগেটররা (তদন্তকারী) কাজ করছেন। ঢাকা থেকে সিআইডি, পিবিআইয়ের দল এসে অনুসন্ধান শুরু করেছে। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করার চেষ্টা করছি।’

নিহতরা সবাই মহেশখালী ও চকরিয়ার বাসিন্দা। তাদের মধ্যে ৬ জনেরই বাড়ি মহেশখালী উপজেলার শাপলাপুর মিঠাছড়ি এলাকায়। স্থানীয় মোহাম্মদ হোসেনের ছেলে নুর কবিরের মাধ্যমে ওই এলাকার ৫ কিশোর সাগরে যায়। কিন্তু নুর কবির ছাড়া বাকি ৫ কিশোর পেশায় জেলে নয়৷ হঠাৎ কেন তারা সাগরে মাছ ধরতে গিয়েছিল তা-ও স্বজনরা বুঝে উঠতে পারছেন না।

স্বজনরা বলেন, সাগরের নাজিরারটেক এলাকায় ভাসমান অবস্থায় যে ট্রলার থেকে মরদেহগুলো উদ্ধার হয়েছে সেটির মালিক মহেশখালীর হোয়ানক ইউনিয়নের ছনখোলা এলাকার মোহাম্মদ রফিকের ছেলে শামসুল আলম। তিনি নিজেও সাগরে মাছ ধরতে যান তার নিজের ট্রলারে। ৭ এপ্রিল মাঝিমাল্লা নিয়ে তিনি সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তারা।

কক্সবাজার সদর হাসপাতালের মর্গ থেকে বের হয়ে আহাজারি করছিলেন হাশেম বানু নামে এক নারী। তার দাবি, মর্গে তার ভাইকে তিনি শনাক্ত করতে পেরেছেন। তার ভাইয়ের নাম শামসুল আলম।

১৪ বছরের কিশোর পারভেজের ভাই রহিম উদ্দিন জানান, তার ভাই কখনো জেলে ছিল না। কেন তাকে সাগরে নেয়া হয়েছে তাও তিনি নিশ্চিত নন। শরীরে থাকা পোশাক দেখে ভাইকে শনাক্ত করেছেন রহিম। তারও সন্দেহ, পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে।

উদ্ধার হওয়া মরদেহ গুলোর চেহারা শরীরের প্রায় ৯৫ শতাংশ গলে গেছে। এর ফলে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছিল।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান বলেন, ‘স্বজনদের দাবি অনুযায়ী ১০ মরদেহের পরিচয়ই শনাক্ত হওয়া গেছে। কিন্তু মরদেহগুলো গলে গেছে। তাই ডিএনএ টেস্টের সিদ্ধান্ত ছাড়া পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব নয়। তারপরও চূড়ান্ত সিদ্ধান্ত সিনিয়ররা নেবেন।’

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আশিকুর রহমান বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়না তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। একে একে প্রত্যেক মরদেহের ময়না তদন্ত করা হচ্ছে।

যে ১০ জনের পরিচয় স্বজনের দাবিমতো শনাক্ত করা হয়েছে তারা হলেন- মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়ার রফিক মিয়ার ছেলে সামশুল আলম, শাপলাপুর ইউনিয়নের মিটাছড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাইফুল ইসলাম, জাফর আলমের ছেলে সওকত উল্লাহ, মুসা আলীর ছেলে ওসমাণ গনি, সাহাব মিয়ার ছেলে সাইফুল্লাহ, মোহাম্মদ আলীর ছেলে পারভেজ মোশাররফ, মোহাম্মদ হোসাইনের ছেলে নুরুল কবির, চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের কবির হোসাইনের ছেলে সাইফুল ইসলাম, শাহ আলমের ছেলে মোহাম্মদ শাহজাহান ও চকরিয়া পৌরসভার চিরিঙ্গা এলাকার জসিম উদ্দীনের ছেলে তারেক জিয়া।

মাছ ধরার যে ট্রলার থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে সেটি শনিবার বিকেলে নাজিরারটেক কূলের কাছাকাছি টেনে নিয়ে আসে আরেকটি মাছ ধরার ট্রলার। যার মাঝি ছিলেন গুরা মিয়া। ওই ট্রলারে মরদেহগুলো বরফ ও মাছ রাখার স্টোরে হাত-পা বেঁধে ঢুকিয়ে দরজা পেরেক ঠুকে আটকে দেয়া ছিল।

এ বিভাগের আরো খবর