শপথ গ্রহণের মাধ্যমে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন দায়িত্ব নেয়ায় উৎসবের আমেজ দেখা গেছে তার জন্মস্থান পাবনায়।
জেলা আওয়ামী লীগ কার্যালয়সহ বিভিন্ন স্থানে সোমবার বেলা ১১টার দিকে বড় পর্দায় দেখানো হয় শপথ অনুষ্ঠান।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের পর মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। পরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা।
মোহাম্মদ সাহাবুদ্দিন ১৯৪৯ সালে পাবনা শহরের শিবরামপুরে জন্মগ্রহণ করেন। ছাত্রলীগের কর্মী হিসেবে রাজনীতি শুরুর পর একাধিকবার ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি।
ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক মোহাম্মদ সাহাবুদ্দিন সক্রিয়ভাবে অংশ নেন মুক্তিযুদ্ধে। পরবর্তী সময়ে যুবলীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি।
দৈনিক বাংলার বাণীর পাবনা প্রতিনিধি হিসেবে কর্মজীবন শুরুর পর আইনজীবী, জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ সাহাবুদ্দিন।