ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, রাত ৯টা ২১ মিনিটে আগুন ধরার খবর আসে। ৯টা ৩৭ মিনিটে আগুন নির্বাপণ করা হয়।
রাজধানীর কারওয়ানবাজারে টিসিবি ভবনের পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নিচ তলায় ধরা আগুন ১৬ মিনিটে নির্বাপণ করেছে ফায়ার সার্ভিস।
বাহিনীর মিডিয়া সেল জানায়, রাত ৯টা ২১ মিনিটে আগুন ধরার খবর আসে। ৯টা ৩৭ মিনিটে আগুন নির্বাপণ করা হয়।
এ আগুনে কেউ হতাহত হয়নি বলে জানায় ফায়ার সার্ভিস।
আগুন নিয়ন্ত্রণে শুরুতে রওনা হয় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। পরে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে জানায়, আর কোনো সাহায্য দরকার হবে না।