বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফাঁকা ঢাকায় মেট্রো ট্রেনে চড়ার সময় বাড়ানোর দাবি

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৩ এপ্রিল, ২০২৩ ১৮:১৬

শেষ সময়ের ট্রেনগুলোতে দাঁড়ানোর অবস্থা ছিল না। অনেককেই দুপুরে এসে মেট্রোতে উঠতে না পেরে আফসোস করতে দেখা যায়।

ফাঁকা ঢাকায় ঈদের ছুটি উপভোগ করছে নগরবাসী, তবে ফাঁকা কথাটা খুব বেশি খাটে না সম্প্রতি চালু হওয়া মেট্রো ট্রেনের স্টেশনগুলোতে। সকাল থেকে দুপুর পর্যন্ত স্টেশন চত্বরে মানুষের আনাগোনা ছিলো চোখে পড়ার মতো৷

শেষ সময়ের ট্রেনগুলোতে দাঁড়ানোর অবস্থা ছিল না। অনেককেই দুপুরে এসে মেট্রোতে উঠতে না পেরে আফসোস করতে দেখা যায়।

প্রতিদিনের মতো সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল, তবে ঈদের দিন মেট্রো ট্রেনের সূচি ছিল দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ঈদের ছুটিতে ফাঁকা হওয়া ঢাকায় মেট্রো ট্রেনে চড়ার সময় বাড়ানোর দাবি করেছেন যাত্রীদের কেউ কেউ।

ঈদের এই সময়ে মেট্রো ট্রেনে ভ্রমণকে অনেকেই বিনোদনের অংশ হিসেবে নিয়েছেন। আগারগাঁও স্টেশন থেকে টিকেট করে উঠে যাত্রীরা নামছেন উত্তরা উত্তর স্টেশনে। সেখানে নেমে দিয়াবাড়ী ঘুরে আবার ফিরছেন আগারগাঁওয়ে।

অনেকেই উত্তরা উত্তর থেকে মেট্রোতে উঠে নামছেন আগারগাঁও স্টেশনে। তারা ঘুরছেন ঢাকার ভেতরের বিনোদন কেন্দ্র ও দর্শনীয় স্থানগুলোতে।

শাহরিন ফাতিমা নামে একজনের সঙ্গে কথা হয় মিরপুর-১১ স্টেশনে। তিনি বলেন, ‘ঈদ উপলক্ষে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ট্রেন চলছে। আমাদের আসতে লেইট হয়েছে আজ। ট্রেন ধরতেই পারলাম না। এখন যদি ট্রেন চলাচলের সময়টা কয়েক ঘণ্টা বাড়িয়ে দিত, তাহলে বেশি ভালো হতো।’

উত্তরা উত্তর স্টেশনে কথা হয় নাজমুল সাগরের সঙ্গে। তিনি বলেন, ‘সকালে আগারগাঁও থেকে মেট্রোতে করে উত্তরা আসি। এখানে দিয়াবাড়ী ঘুরে আবার চলে যাচ্ছি। মেট্রোরেল সারা দিন চললে এখনই ফিরতাম না। আরেকটু ঘুরে যেতাম।’

বাবা-মায়ের সঙ্গে ছোট্ট শিশু তানভীর হাসান এসেছে মেট্রোরেলে চড়তে।

তানভীরের বাবা মো. বাবু বলেন, ‘গতকাল সারা দিন বাসায় গেস্ট ছিল। তাই পরিবার নিয়ে আজকে ঘুরতে বের হলাম। অল্প সময়ে অনেক জায়গা ঘুরে দেখার জন্যই মেট্রোরেলে আসলাম। ভালোই কাটালাম এখানে।’

এ বিভাগের আরো খবর