বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাড়িতে ঢুকে পোল্ট্রি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

  • প্রতিনিধি, নরসিংদী   
  • ২২ এপ্রিল, ২০২৩ ২৩:২৫

হরিপুর-বীরগাঁওয়ের লোকজন জুলহাসের ওপর ক্ষিপ্ত হয়ে চলে যান। শেষ বিকেলে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে চংপাড়া-বীরগাঁও এলাকায় হামলা চালান। হামলার ভয়ে এলাকার লোকজন বাড়িতে চলে যান। ওই সময় হামলাকারীরা বাড়িতে ঢুকে প্রকাশ্যে জুলহাসসহ চার থেকে পাঁচজনকে এলোপাতাড়ি গুলি করেন ও টেঁটা মারেন। 

নরসিংদীর রায়পুরায় এক পোল্ট্রি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

উপজেলার নিলক্ষ্যার চংপাড়া-বীরগাঁও গ্রামে ককটেল মারতে বাধা দেয়ায় শনিবার সন্ধ্যায় বাড়িতে এসে গুলি করে জুলহাস মিয়াকে (২৮) হত্যা করা হয়।

গুলিবিদ্ধ জুলহাসকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিসৎক তাকে মৃত বলে জানান।

নিহত জুলহাস মিয়া বীরগাঁও গ্রামের শামসু মিয়ার ছেলে।

গুলি ও টেঁটার আঘাতে আহত হয়েছেন আরও তিনজন, যাদের অবস্থা আশঙ্কাজনক। গুলিবিদ্ধ হয়ে আহত ব্যক্তিরা হলেন বীরগাঁও হাজী বাড়ির আলমগীরের ছেলে হাবিবুর রহমান (১৬) ও বিল্লাল মিয়ার ছেলে ইয়ামিন (১৫)। টেঁটাবিদ্ধ হয়েছেন গোপীনাথপুরের কালাগাজীর ছেলে রাইজ উদ্দিন (২৬)। আহত ব্যক্তিদের সবাই চংপাড়া-বীরগাঁও গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও নিহত ব্যবসায়ীর স্বজনরা জানান, নিলক্ষ্যার হরিপুর-দড়িগাঁও এলাকার কাওয়াবাড়ী ও সেলুরবাড়ীর কিছু লোক চংপাড়া-বীরগাঁও এলাকায় প্রায়ই ককটেল বিস্ফোরণসহ বিভিন্নভাবে আতঙ্ক সৃষ্টি করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় ঈদের দিন শনিবার সকালে হরিপুর-দড়িগাঁওয়ের কিছু লোক চংপাড়া-বীরগাঁও এলাকার জুলহাসের মুরগির ফার্মের সামনে ককটেল ফাটাতে থাকে। ওই সময় জুলহাস ও তার লোকজন তাদের ককটেল ফাটাতে বারণ করেন। এতে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়।

হরিপুর-বীরগাঁওয়ের লোকজন জুলহাসের ওপর ক্ষিপ্ত হয়ে চলে যান। শেষ বিকেলে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে চংপাড়া-বীরগাঁও এলাকায় হামলা চালান। হামলার ভয়ে এলাকার লোকজন বাড়িতে চলে যান। ওই সময় হামলাকারীরা বাড়িতে ঢুকে প্রকাশ্যে জুলহাসসহ চার থেকে পাঁচজনকে এলোপাতাড়ি গুলি করেন ও টেঁটা মারেন।

পরে জুলহাসসহ অন্যদের গুলিবিদ্ধ ও টেঁটাবিদ্ধ অবস্থায় উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুলহাসকে মৃত বলে জানান। আহত তিনজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার শনিবার সন্ধ্যার পর বলেন, ‘নিলক্ষ্যায় গন্ডগোলের খবর পেয়ে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছেন। শুনেছি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, তবে নিহতের বিষয়টি এখনও নিশ্চিত হতে পারিনি।’

সর্বশেষ খবর জানতে রাত ১০টায় একাধিক কল করেও পুলিশের এ কর্মকর্তাকে পাওয়া যায়নি।

এ বিভাগের আরো খবর