রমজান মাস ও গরমের কারণে বিনোদন কেন্দ্রগুলোতে তেমন ভিড় ছিল না রাজধানীর বাসিন্দাদের, তবে ঈদের দিনকে কেন্দ্র করে রাজধানীর বিনোদন কেন্দ্র, পার্ক, লেকে চোখে পড়ার মতো ভিড় দেখা গেছে। এ বছর ঈদ বিনোদনের কেন্দ্র হিসেবে যুক্ত হয়েছে মেট্রোরেলও।
ঈদের আগের দিন দীর্ঘ প্রত্যাশিত বৃষ্টি হওয়ার পর রাজধানী অনেকটাই ঠান্ডা হয়। সকালে সবাই নামাজ পড়ে ঘরে ফিরে। দুপুরে কড়া রোদে বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের সংখ্যা ছিল কম। রোদের তাপ কমার পর থেকেই মানুষ বাসা থেকে বের হয়ে বিনোদন কেন্দ্র, রেস্তোরাঁমুখী হতে থাকে।
রাজধানীর রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড, চন্দ্রিমা উদ্যান, সংসদ ভবনের সামনে, মেট্রোরেল, উত্তরার দিয়াবাড়ী, হাতিরঝিলসহ সব বিনোদন কেন্দ্র ও পার্কে অনেকের উপস্থিতি দেখা গেছে।
শ্যামলীতে ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঘুরতে আসা সুমন শেখ বলেন, ‘সাধারণত মানুষ রোজা রেখে বিনোদন কেন্দ্রে তেমন যায় না। তাই দীর্ঘ এক মাস পরে ছেলেকে নিয়ে এসেছি। ঈদের দিনে সে এখানের রাইডগুলোতে চড়ে খুব মজা পাচ্ছে। সঙ্গে আমাদেরও ঘোরা হয়ে গেছে।’
রমনা পার্কে কথা হয় ইয়াসিন আরাফাতের সঙ্গে। তিনি বয়স্ক বাবা, মা, স্ত্রী ও সন্তান নিয়ে ঈদে ঘুরতে এসেছেন উদ্যানে।
ইয়াসিন বলেন, ‘দুপুরে রোদের কারণে বের হতে পারিনি। বিকেলে বের হলাম পরিবার নিয়ে। অনেক দিন পরে বাবা, মাকে নিয়ে ঘুরতে বের হলাম।’
এ বছর ঈদে বিনোদনের তালিকায় যুক্ত হয় মেট্রোরেল। ঈদের দিনে বেশ ভিড় দেখা যায় মেট্রো ট্রেনে।
ঢাকায় প্রথমবারের মতো ঈদ করতে আসা মাদারীপুরের তানিয়া আকতার বলেন, ‘কয়েক মাস আগে মেট্রোরেল চালু হলেও কখনও ওঠার সুযোগ হয়নি। ঈদের ছুটিতে পরিবারসহ ঘুরতে এসে খুব ভালো লাগছে।’