ঈদুল ফিতরের ছুটিতে বরিশালের উজিরপুরে গ্রামের বাড়িতে এসে নিখোঁজ হয়েছেন বাদল কৃষ্ণ বিশ্বাস নামের এক সাব-রেজিস্ট্রার।
এ ঘটনায় শুক্রবার সকালে উজিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাদলের ছেলে অংকন বিশ্বাস।
এর আগে বৃহস্পতিবার রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে বাদল নিখোঁজ হন বলে জানান তার স্বজনরা।
বাদল কৃষ্ণ বিশ্বাসের বাড়ি উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রামে। তিনি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায় সাব- রেজিস্ট্রার হিসেবে কর্মরত।
জিডির বিবরণ থেকে জানা যায়, ঈদের ছুটিতে বাড়িতে এসে কারফা গ্রামে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যান বাদল। রাতে বিয়ের অনুষ্ঠানে স্ত্রী ও বড় ছেলেকে রেখে ছোট ছেলে অংকিত বিশ্বাসকে নিয়ে বাড়িতে ফেরেন তিনি। বাড়িতে এসে ছেলে অংকিতকে তার মায়ের কাছ থেকে ঘরের চাবি আনার কথা বলেন বাদল।
জিডিতে উল্লেখ করা হয়, অংকিত বাড়িতে এসে বাবাকে দেখতে না পেয়ে তার মায়ের কাছে ফিরে যান এবং বাবাকে পাননি বলে জানান। এরপর পরিবারের সদস্য ও স্বজনরা খোঁজাখুঁজি শুরুর পাশাপাশি মোবাইলফোনেও যোগাযোগ করার চেষ্টা করেন। এভাবে সারা রাত খোঁজাখুঁজি করেও না পেয়ে সকালে বাদলের পরিবার থানায় জিডি করে।
জিডির বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সাব-রেজিস্ট্রারের সন্ধানে খোঁজও চলছে।