বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

থানার সামনে ছুরিকাঘাতে শিক্ষক নিহত

  • প্রতিনিধি, বগুড়া   
  • ২২ এপ্রিল, ২০২৩ ১০:০১

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য ও এক পথচারী আহত হয়েছেন।

বগুড়ায় সদর থানার সামনে অবসরপ্রাপ্ত এক শিক্ষক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য ও এক পথচারী আহত হয়েছেন।

হত্যার অভিযোগে আটক করা হয়েছে ৩০ বছর বয়সী মেন্দি খায়রুল নামের একজনকে। তিনি শহরের ফুলবাড়ি এলাকার বাসিন্দা।

নিহত শিক্ষক রেজাউল করিম পান্না। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক।

আহতরা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসলতালে চিকিৎসাধীন। তারা হলেন বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের সদস্য শাহাদাৎ হোসেন, গোলাম কিবরিয়া ও পথচারী আব্দুর রউফ।

বগুড়া সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রাত পৌনে ১২টার দিকে থানার মোড়ে মেন্দি নামের ওই যুবক শিক্ষক রেজাউল করিমকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করতে থাকেন। ওই সময় তাকে উদ্ধার করতে গেলে দুই পুলিশ সদস্য ও একপথচারী আহত হন। তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়। আর তাৎক্ষণিকভাবে মেন্দিকে আটক করে পুলিশ।

ওসি জানান, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক মারা যান। অন্যরা আশঙ্কামুক্ত আছেন।

তিনি বলেন, আটকের পর মেন্দি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তিনি এই ঘটনা ঘটিয়েছেন।

এ বিভাগের আরো খবর