‘বিকেলের মধ্যে প্রবল বৃষ্টি হতে পারে ঢাকায়’ শিরোনামে শুক্রবার দিনের প্রথম ভাগে খবর প্রকাশ হয় নিউজবাংলায়। কানাডাভিত্তিক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের দেয়া আবহাওয়ার পূর্বাভাস ফলে গেছে। রাজধানী ঢাকায় নেমেছে স্বস্তির বৃষ্টি। আছে ঝড়ো বাতাসও।
বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন কানাডার সাসকাচুয়ান ইউনিভার্সিটির পিএইচডি গবেষক পলাশ। তিনি বলেন, ‘আজ ঢাকা শহরে বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ রাজশাহী ও রংপুর ছাড়া দেশের সকল বিভাগে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।’
অবশ্য তারও একদিন আগে ঢাকায় আবহাওয়া অধিদপ্তর থেকে একই ধরনের পূর্বাভাস দেয়া হয়েছিল।
আর এসব পূর্বাভাস অনুযায়ী শান্তির ধারা নেমে আসে তপ্ত রাজধানীতে। তীব্র গরমে হাঁসফাঁস করা নগরজীবনে অবশেষে ঝরল প্রার্থিত বৃষ্টি। টানা তাপদাহের মধ্যে স্বস্তির বৃষ্টির দেখা মিলল।
শুক্রবার বিকেলে বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা। দমকা হাওয়াসহ আসা বৃষ্টিতে স্বস্তির পরশ ছিল দীর্ঘদিন পর। বৃষ্টিতে গরম মুক্তির আনন্দ বোঝা যাচ্ছিল নগরবাসীর চোখে-মুখে।
গরমের অস্বস্তি কিছুটা দূর করে ঢাকা ও এর আশপাশে বৃষ্টিসহ বাতাস শুরু হয়েছে।
ঈদুর ফিতরের আগের দিনে বিকাল ৫টার দিকে ঢাকায় গুলিস্তান, যাত্রাবাড়ী, পল্টন, মতিঝিল, মগবাজার এলাকায় ছোট ছোট বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করে। এরপরই শুরু মেঘের গর্জন, দমকা বাতাসে শহরের আকাশ ধূলোময় হয়ে উঠে। কিছুক্ষণের মধ্যেই কিছু স্থানে দেখা মেলে ভারি বর্ষণেরও।
আবহাওয়ার পূর্বাভাসে বৃহস্পতিবারই জানানো হয়েছিল, ঢাকাসহ চার বিভাগে বৃষ্টি ঝরার সম্ভাবনা রয়েছে। তারই অপেক্ষা ভাঙল অবশেষে।