দীর্ঘদিন বন্ধ থাকার পর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের জন্য সুযোগ দেয়া হয়েছে সম্প্রতি, তবে এ সুযোগ পেয়ে কর্তৃপক্ষের নির্দেশনা মানছেন না অনেকে। নিয়ম ভাঙছেন মোটরসাইকেল চালকরা।
শুক্রবার ঈদযাত্রায় নিয়ম ভাঙার দায়ে ৮ বাইকচালকের কাছ থেকে জরিমানা আদায় করেছে ট্রাফিক পুলিশ। এর মধ্যে কেউ সেতুতে দাঁড়িয়ে ছবি তুলছিলেন, কেউ লেন না মেনে চলছিলেন।
মুন্সীগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত পদ্মা সেতুতে অভিযান শেষে আটজনের কাছ থেকে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে ট্রাফিক পুলিশ।
বজলুর রহমান জানান, এর মধ্যে মোটরসাইকেল চালক মো. ইব্রাহিম ও মো. ইসমাইলের নাম জানা গেছে। জরিমানা দেয়া ব্যক্তিরা পদ্মা সেতুর উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তের দিকে যাচ্ছিলেন।
তিনি বলেন, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের জন্য নির্দিষ্ট লেন করে দেয়ার পরও অনেকে মানছেন তা। তাই সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী নির্দিষ্ট লেনের বাইরে মোটরসাইকেল চালানোয় জরিমানা করা হয়।
পুলিশের এই কর্মকর্তা জানান, মোটরসাইকেল নিয়ে পার হওয়ার সময় সেতুর ওপর দাঁড়িয়ে ওই দুই ব্যক্তি ছবি তুলছিলেন। তাদের ধরা যায়নি।
তিনি বলেন, কিছু শর্তসাপেক্ষে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়। এর মধ্যে শর্ত ছিল সেতুতে দাঁড়িয়ে কোনো অবস্থাতেই ছবি তোলা যাবে না এবং নির্দিষ্ট লেনের বাইরে যাওয়া যাবে না, কিন্তু তারা শর্ত ভঙ্গ করায় ট্রাফিক আইনে এই জরিমানা করা হয়।
গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পরদিন ২৬ জুন যান চলাচলের জন্য সেতু উন্মুক্ত করে দেয়া হয়। ওই দিন রাতেই মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের মৃত্যুর পাশাপাশি সেতুতে বিশৃঙ্খলা হলে ২৭ জুন ভোর থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সেতু বিভাগ।
এর প্রায় ১০ মাস পর প্রধানমন্ত্রীর নির্দেশে ২০ এপ্রিল ভোর ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ম না মানলে ব্যবস্থা নেয়া হবে, তবে নিয়ম মেনে চলাচল করতে ঈদের পরও মোটরসাইকেলে চলাচলের ব্যাপারে চিন্তাভাবনা করা হবে।