বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজধানীতে সিএনজির ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেল রিকশা আরোহীর

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২১ এপ্রিল, ২০২৩ ১২:৩২

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

রাজধানী মিবপুরের শেওরাপাড়ায় সিএনজির ধাক্কায় এক রিকশা আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার ভোর ৪টার দিকে আহত হন ওই যুবক। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক সকাল ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ২৬ বছর বয়সী মো. আরজু মিয়া পল্লবীর মিল্লাত ক্যাম্প এলাকার মো. আসলাম মিয়ার ছেলে। তিনি এসির মিস্ত্রি ছিলেন।

আরজুকে হাসপাতালে নিয়ে আসা তার খালাতো ভাই মো. রানা জানান, মিরপুরের কাজীপাড়া এবং শেওড়াপাড়ার মাঝের রাস্তা দিয়ে রিকমায় যাওয়ার সময় দ্রুতগামী একটি সিএনজি তার রিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গিয়ে মাথায় গুরুতর জখম পান।

তিনি বলেন, পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এ বিভাগের আরো খবর