বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৩ কোটি ৭৩ লাখ টাকা টোল আদায়

  • প্রতিনিধি, মুন্সিগঞ্জ   
  • ২১ এপ্রিল, ২০২৩ ১২:১২

দ্বিতীয় দফা সেতুতে মোটরসাইকেল উন্মুক্ত করে দেয়ার পর মোট ১২ হাজার ৪২টি মোটরসাইকেল পারাপার করেছে। এতে টোল আদায় হয়েছে ১২ লাখ ৪ হাজার ২০০ টাকা৷

ঈদ উপলক্ষে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয়ার পর বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত মাওয়া প্রান্ত থেকে সেতু পার হয়েছে ৮ হাজার ৮৭৩টি মোটরসাইকেল। আর সেতুর জাজিরা প্রান্ত থেকে ঢাকায় ঢুকেছে ৩১৬৯টি মোটরসাইকেল।

সেতু বিভাগের অতিরিক্ত প্রকৌশলী আমিরুল ইসলাম শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দ্বিতীয় দফা সেতুতে মোটরসাইকেল উন্মুক্ত করে দেয়ার পর মোট ১২ হাজার ৪২টি মোটরসাইকেল পারাপার করেছে। এতে টোল আদায় হয়েছে ১২ লাখ ৪ হাজার ২০০ টাকা৷

আমিরুল ইসলাম জানান, এ ছাড়া বৃহস্পতিবাার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় সেতু পার হয়েছে ৩৪ হাজার ২৬৮টি যানবাহন। যা থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৩ লাখ ৪৮ হাজার ৪০০ টাকা।

শুক্রবার ভোর ও সকালের দিকে পদ্মা সেতু উত্তর টোল প্লাজায় ঈদে ঘরমুখো মোটরসাইকেল চালকদের চাপ থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পরদিন ২৬ জুন যান চলাচলের জন্য সেতু উন্মুক্ত করে দেয়া হয়। ওইদিন রাতেই মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের মৃত্যু হলে ও সেতুতে বিশৃঙ্খলা হলে ২৭ জুন ভোর থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সেতু বিভাগ।

এর প্রায় দশ মাস পর প্রধানমন্ত্রীর নির্দেশে ২০ এপ্রিল ভোর ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়।

এ বিভাগের আরো খবর