মেহেরপুর সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এক প্রবাসী যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার সদর উপজেলার রায়পুর গ্রামে এ হত্যার ঘটনাটি ঘটে।
সংযুক্ত আরব আমিরাত ফেরত নিহত প্রবাসী শরীফুল ইসলাম ওই গ্রামের বাবর আলীর ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম।
নিহতের পরিবারের ভাষ্য, বিকেলে রাইপুর হাতিভাঙা মাঠে নিজ জমিতে কাজে যান শরীফুল। এসময় টাকা পয়সা নিয়ে বিরোধের জেরে স্থানীয় আকসেদ হোসেনের ছেলে খোকনসহ কয়েকজন মিলে তাকে কুপিয়ে আহত করে ফেলে রেখে যান। পরে তাকে স্থানীয় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শরীফুলকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাছাড়া হত্যায় জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।