বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভিসা প্রদানে ঘুষ: মালয়েশিয়ান দূতাবাসের ২ কর্মকর্তা রিমান্ডে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২০ এপ্রিল, ২০২৩ ১৯:০২

গ্রেপ্তার কর্মকর্তারা ঢাকার মালয়েশিয়া দূতাবাসের দুই এনফোর্সমেন্ট এজেন্সি কর্মকর্তা। এদের মধ্যে একজন নারী ও আরেকজন পুরুষ। এই দুই কর্মকর্তাকে এরইমধ্যে বাংলাদেশ ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

বাংলাদেশি পর্যটক ও শ্রমিকদের ভিসা দেয়ার বিনিময়ে ঘুষ নেয়ার অভিযোগে বাংলাদেশে অবস্থিত মালয়েশিয়া দূতাবাসের দুই কর্মকর্তাকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার ওই কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা শেষ হবে বলে জানিয়েছে ফ্রি মালয়েশিয়া টুডে।

গ্রেপ্তার কর্মকর্তারা ঢাকার মালয়েশিয়া দূতাবাসের দুই এনফোর্সমেন্ট এজেন্সি কর্মকর্তা। এদের মধ্যে একজন নারী ও আরেকজন পুরুষ। এই দুই কর্মকর্তাকে এরইমধ্যে বাংলাদেশ ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

কয়েকটি সূত্রের ফ্রি মালয়েশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী কমিশন (এমএসিসি) ওই দুই কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন দেখে তদন্ত শুরু করে। এমএসিসি এরইমধ্যে এ দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট ২০টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে এবং ওই দুই কর্মকর্তারা ৩১ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত মূল্যের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।'

মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী সংস্থার প্রধান তান শ্রী আজম বাকি বলেন্ক‌র্মকর্তাদের রিমান্ডে রাখা হয়েছে। আর মামলাটি এমএসিসি আইনের ধারা ১৭(এ) এবং ধারা ৪(১)-এর আওতায় তদন্ত করা হচ্ছে।

এ বিভাগের আরো খবর