বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঈদে কক্সবাজারের হোটেলে ৪০ শতাংশ ছাড়

  •    
  • ২০ এপ্রিল, ২০২৩ ১৭:০১

কক্সবাজার শহরে পাঁচ শতাধিক আবাসিক হোটেল রয়েছে। হোটেলগুলোতে রঙ লাগানো, ধোয়া-মোছা ও পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। ঈদের ছুটি ৫ দিন হলেও ঈদে টানা ৭ দিন কক্সবাজারে পর্যটন ভ্রমণে আসবেন বলে আশা করছেন ব্যবসায়ীরা।

পবিত্র মাহে রমজানের কারণে বর্তমানে পর্যটক কম বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের শহর কক্সবাজারে। তবে ঈদুল ফিতরের টানা ছুটিতে প্রতিদিন গড়ে ৭০-৮০ হাজার পর্যটক কক্সবাজার ভ্রমণে আসার অপেক্ষায় হোটেল ব্যবসায়ীরা। ওই সময় পর্যটকদের জন্য হোটেল কক্ষের ভাড়া ৩০ থেকে ৪০ শতাংশ ছাড়ের কথা জানিয়েছেন হোটেল কর্তৃপক্ষ। এরইমধ্যে পর্যটক বরণের সকল প্রস্তুতিও শেষ করেছেন তারা।

কক্সবাজার শহরে পাঁচ শতাধিক আবাসিক হোটেল রয়েছে। হোটেলগুলোতে রঙ লাগানো, ধোয়া-মোছা ও পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। ঈদের ছুটি ৫ দিন হলেও ঈদে টানা ৭ দিন কক্সবাজারে পর্যটন ভ্রমণে আসবেন বলে আশা করছেন ব্যবসায়ীরা।

কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার বলেন, আমরা ফেডারেশন ভুক্ত আবাসিক হোটেল মোটেল গেস্ট হাউসে ৩০-৪০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়ের সিদ্ধান্ত নিয়েছি। এরইমধ্যে অনেক পর্যটক যোগাযোগ শুরু করেছেন। এবার প্রতিদিন গড়ে ৭০-৮০ হাজার পর্যটক কক্সবাজার ভ্রমণে আসবেন।

তিনি আরও বলেন, ঈদের টানা ৭ দিনের ছুটিতে সাড়ে ১২ কোটি টাকার বেশি ব্যবসা হবে বলে আশা করছি। কেউ যদি ছাড় না দেন পর্যটকরা যেন আমার সাথে যোগাযোগ করেন। আমি ছাড়ের ব্যবস্থা করে দেব।

কলাতলী-মেরিনড্রাইভ হোটেল-মোটেল মালিক সমিতির সাধারন সম্পাদক মুকিম খান বলেন, এরইমধ্যে ৭০ শতাংশ অগ্রিম বুকিং হয়ে গেছে। সামনে হয়তো আরও বাড়বে।

আবাসিক হোটেল সী গালের সহকারি ব্যবস্থাপক নুর মোহাম্মদ রাব্বী জানান, অন্যান্য আবাসিক প্রতিষ্ঠানের মতো ঈদে পর্যটক বরণের সকল প্রস্তুতি শেষ করেছেন তারা। এ ছুটিতে আশানুরূপ পর্যটক ভ্রমণে আসবেন এমনটাই আশা করছেন তিনি। এর জন্য হোটেলটিতে আলাদা আলাদ বিশেষ প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারি পুলিশ সুপার শেহরিন আলম বলেন, ঈদের ছুটিতে আবারও পর্যটকে ভরে উঠবে কক্সবাজার। পর্যটকদের নিরাপত্তা জোরদারের জন্য সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। সৈকতের প্রবেশ পথে তল্লাশি চৌকি স্থাপন, সৈকতে পুলিশ পোশাক ছাড়াও সাদা পোশাকে দায়িত্ব পালন করা হবে। এবং সৈকতে বিশুদ্ধ পানি সরবরাহ, প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের জন্য দল গঠন করা হয়েছে।

এ বিভাগের আরো খবর