বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পদ্মা সেতু আর শৃঙ্খল সড়কে ঈদযাত্রায় স্বস্তি: আইজিপি

  • প্রতিনিধি, গাজীপুর   
  • ২০ এপ্রিল, ২০২৩ ১৬:১৯

অবৈধ যানবাহন মহাসড়কে চলাচল বন্ধে পুলিশ অনেক আগে থেকে কাজ শুরু করেছে এবং এর প্রভাব মহাসড়কে ইতোমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। আস্তে আস্তে সকল অবৈধ যানবাহন বন্ধ করা হবে।

পদ্মা সেতু চালু ও সড়ক পরিস্থিতি ভালো থাকার পাশাপাশি পুলিশের সমন্বিত উদ্যোগ নেয়ার কারণে এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

বৃহস্পতিনার দুপুরে তিনি গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মহাসড়ক পরিস্থিতি পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

পুলিশ মহাপরিদর্শক বলেন, পদ্মা সেতু চালু ও সড়ক পরিস্থিতি ভালো থাকার পাশাপাশি পুলিশের সমন্বিত উদ্যোগ নেয়ার কারণে এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে।

তিনি বলেন, নির্ধারিত সময়ে সাধারণ মানুষ যেন গন্তব্যে যেতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে এক সঙ্গে কাজ করছে। পুলিশ সদস্যদের পাশাপাশি সিটিটিসি, সিটিএসবি, সোয়াট টিম, ডিবি টিম, বোম্ব ডিসপোজেবল ইউনিট, ডগ স্কোয়াড, সিআইডির ফরেনসিক ইউনিটসহ সব ইউনিট এই ঈদযাত্রা নিরাপদ করতে কাজ করে যাচ্ছে।

আইজিপি বলেন, দূরপাল্লার যাত্রী পরিবহনের ক্ষেত্রে যদি কোনো চালক বিশ্রাম না নিয়ে গাড়ি চালান অথবা বেপরোয়া গাড়ি চালান তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনা রোধে পণ্যবাহী পরিবহনে যাত্রী পরিবহন বন্ধে পুলিশ কার্যকর পদক্ষেপ নিয়েছে। মহাসড়কে পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন।

এক প্রশ্নে তিনি বলেন, অবৈধ যানবাহন মহাসড়কে চলাচল বন্ধে পুলিশ অনেক আগে থেকে কাজ শুরু করেছে এবং এর প্রভাব মহাসড়কে ইতোমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। আস্তে আস্তে সকল অবৈধ যানবাহন বন্ধ করা হবে।

এ সময় অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক শাহাবুদ্দিন খান (হাইওয়ে পুলিশ), পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি হায়দার আলী খান, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জিয়াউল হক, জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেন ও পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া) মঞ্জুর আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর