বঙ্গবন্ধু মহাসড়কে (ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে) দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিয়েছে শরীয়তপুর পদ্মা ট্রাভেলস নামের বাস। এতে বাসটির চার যাত্রী নিহত হয়েছেন।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও অংশে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১৮ জন। তাদের মধ্যে চারজনকে ঢাকায় চিকিৎসার জন্য আনা হয়েছে।
জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন জানান, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। যাদের মধ্যে দুজন ঘটনাস্থলে এবং অপর দুজনের মৃত্যু হয় হাসপাতালে।
এর আগে শ্রীনগর ফায়ার সার্ভিসের গুদাম পরিদর্শক মাহফুজ রিবেন দুজন নিহত হওয়ার বিষয়টি জানিয়ে বলেছিলেন, দুর্ঘটনায় ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে বাড়ে। উদ্ধার অভিযান চলছে।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ফারহানা জানিয়েছিলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে।