কুমিল্লার শশীদলে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটলেও মেইন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ট্রেনের আরেকটি ইঞ্জিন আসার পর উদ্ধার কাজ শুরু হবে।
স্টেশন সূত্র জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী ট্রেন বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল স্টেশনের লুপ লাইনে এলে এর ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়।
রেলওয়ে বিভাগের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, ইঞ্জিন লাইনচ্যুতির এ ঘটনায় যাত্রীদের কারও কোনো ক্ষতি হয়নি। ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে।
আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসার পর বগিগুলো টেনে নিয়ে আরেকটি ইঞ্জিনের সঙ্গে সংযোগ দেয়ার পর কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।