বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দাবদাহে পুড়ছে দিনাজপুর, বৃষ্টির আশায় নামাজ

  • প্রতিনিধি, দিনাজপুর    
  • ১৯ এপ্রিল, ২০২৩ ১৩:৫৯

‘আমরা এলাকাবাসী একত্রিত হয়ে খোলা ময়দানে ইস্তেসকার নামাজ আদায় করেছি। অনাবৃষ্টির ফলে তীব্র গরমের কারনে শিশু, বৃদ্ধ, পশুপাখি সকলে কষ্টে জীবনযাপন করছে। রোজাদারদের অনেক কষ্ট হচ্ছে। গরমের কারনে বাচ্চারা পড়ালেখায় মন বসাতে পারছে না। বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছেন।’

সূর্যের আলোর প্রখরতা, তীব্র দাবদাহে মানুষ আতিষ্ট হয়ে উঠেছে। হয়েছে আবহাওয়ার পালাবদল।

তীব্র গরম থেকে মুক্তি পেতে দিনাজপুর শহরের রামনগর ঈদগাহ মাঠে বৃষ্টির আশায় সালাতুল ইস্তেসকার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে আটার সময় রামনগর এলাকার যুব সমাজের আয়োজনে ইস্তেসকার নামাজ অনুষ্টিত হয়।

বিরল শংকরপুর মসজিদের ইমাম হাফেজ আব্দুল্লাহ আল মোয়াক্ষিরের নামাজে ইমামতি করেন। এতে শতাধীক মুসল্লি অংশগ্রহণ করেন।গত এক মাস আগে উত্তরের জেলা দিনাজপুরে যেখানে তাপমাত্রা ছিলো ১৫ ডিগ্রী সেলসিয়াসের নিচে। মাস খানেক পরেই আবার বেড়ে দাড়িয়েছে ৩৯ এর কোঁঠায়।

তীব্র রোদ আর ভ্যাবসা গরমে অস্থির জন-জীবন। বৃষ্টি না হওয়া স্বস্তির নিশ্বাস নিতে পারছেন না সাধারণ মানুষ। এই গরমে দেখা দিয়েছে খড়তা। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে জমির ফসল। অপর দিকে নষ্ট হচ্ছে গাছের ফল। কিছু অঞ্চলে পানির স্তর নেমে যাওয়ায় টিউবওয়েল থেকে ঠিকমত উঠছে না পানি।

সাইফুজ্জামান সুমন নামের স্থায়ী বাসিন্দা বলেন, ‘বর্তমানে বাংলাদেশে অনাবৃষ্টি ও তীব্র দাবদাহের কারনে জন-জীবন কষ্টকর হয়ে দাড়িয়েছে। পশু-পাখী, গাছ-পালা সহ সকলের জন্য অত্যন্ত পানি প্রয়োজন হওয়া আমরা এলাকার যুবকরা মিলে সালাতুর ইস্তেসকার নামাজের আয়োজন করি।’

সত্তর বছর বয়সী হাফিজুল ইসলাম বলেন, ‘গরমে খুব কষ্ট হচ্ছে। রাতে ঠিকমত ঘুম হয় না। আর শরীর টা অসুস্থ করে দিচ্ছে। তাই বৃষ্টির জন্য আমরা মাঠে সমবেত হয়েছি। আমরা নামাজ আদায় করে পানি হওয়ার জন্য আল্লাহর নিকট দোয়া করেছি।’

আব্দুর রহমান সবুজ বলেন, ‘আমরা এলাকাবাসী একত্রিত হয়ে খোলা ময়দানে ইস্তেসকার নামাজ আদায় করেছি। অনাবৃষ্টির ফলে তীব্র গরমের কারনে শিশু, বৃদ্ধ, পশুপাখি সকলে কষ্টে জীবনযাপন করছে। রোজাদারদের অনেক কষ্ট হচ্ছে। গরমের কারনে বাচ্চারা পড়ালেখায় মন বসাতে পারছে না। বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছেন।’

হাফেজ আব্দুল্লাহ আল মোয়াক্ষির বলেন, ‘রাসূল (সাঃ) অনাবৃষ্টি ও দূর্ভিক্ষের জন্য সাহাবীদের নিয়ে খোলা ময়দানে ইস্তেসকার সালাত আদায় করেছিলেন। নবী রাসূলের সুন্নাত কে আকড়ে ধরার জন্য বর্তমান বাংলাদেশে অনাবৃষ্টি দেখা দিয়েছে। আমরা খোলা মাঠে সালাতুল ইস্তেসকা নামাজ আদায় করেছি।’

দিনাজপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টায় দিনাজপুরে ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এ বিভাগের আরো খবর