ভোগান্তি ছাড়াই পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ঘাটে ফেরি পার হতে পারছেন যাত্রীরা । ঘাটে পৌছানো মাত্রই ফেরির দেখা মিলছে।
তবে বড় গাড়ীর তুলনায় ব্যক্তিগত ছোট গাড়ী ও মোটরসাইকেলের চাপ কিছুটা বেড়েছে।
বাংলাদেশ অভ্যান্তরীণ নৌ পরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মুহাম্মদ খালেদ নেওয়াজ এ কথা নিশ্চিত করেন।
বাংলাদেশ অভ্যান্তরীণ নৌ পরিবহন করপোরেশন সূত্রে জানা যায়, ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহন পারপারের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ২৬টি ফেরি চলাচল করছে। এছাড়াও পাটুরিয়া ও আরিচা ফেরি ঘাটের সবগুলো ঘাট স্বচল আছে।
ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনের কিছুটা বাড়লেও পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট ফেরি ঘাটে যাত্রী ও যানবাহন চালকের ভোগান্তি নেই। স্বাভাবিক সময়ের মতো ফেরি পার হতে পারছেন যাত্রী ও চালকেরা। তবে বড় গাড়ীর তুলনায় ব্যক্তিগত গাড়ী ও মোটরসাইকেলের চাপ সামান্য বাড়ে।
খালেদ নেওয়াজ বলেন, ‘পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট ফেরি ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ নেই। স্বাভাবিক সময়ের মতো যাত্রী ও যানবাহন পার করা হচ্ছে। তবে ভোরবেলায় দু-একটি ফেরিতে ব্যক্তিগত ছোট গাড়ী ও মোটরসাইকেলের চাপ ছিল। বর্তমানে পাটুরিয়া ফেরি ঘাটে ১০টির মতো কোচ এবং ২০টির মতো পণ্যবাহী ট্রাক ফেরির পারের অপেক্ষায় আছে। ঘাটে ফেরি আসা মাত্রই গাড়ী ফেরিতে উঠতে পারবে।’
তিনি আরও বলেন,‘ গত ২৪ ঘন্টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে প্রায় ১৯শ ব্যক্তিগত ছোট গাড়ী এবং প্রায় ১৮শ মোটরসাইকেল পার হয়েছে। সব মিলে পাটুরিয়া ফেরি ঘাট এখনো স্বাভাবিক আছে।’