মৌলভীবাজারের কুলাউড়ায় গৃহবধূ নির্যাতনের ভিডিও ভাইরালের পর ভুক্তভোগীর শ্বশুর শফিক মিয়া ও স্বামী আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
পুলিশের ভাষ্য, প্রথমে ভিকটিমের স্বামী আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আরেক আসামি শফিক মিয়াকে মৌলভীবাজার সদরের একাটুনা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামের গৃহবধূ রোজিনা বেগম ইফতার তৈরি করা নিয়ে স্বামী আব্দুস সালাম ও শ্বশুর শফিক মিয়া দ্বারা নির্যাতনের শিকার হন। এই নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাতে পুলিশের সহায়তায় স্বজনরা রোজিনা বেগমকে হাসপাতালে ভর্তি করায়। পরে রোজিনা বেগমের ভাই বাবুল মিয়া বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা করেন।
বাবুল মিয়া বলেন, ইফতারের শরবতের প্যাকেট কাটাকে কেন্দ্র করে রোজিনার সঙ্গে তার স্বামী আব্দুস সালাম ও দেবর রুমান মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আমার বোনকে তার শ্বশুর বাড়ির লোকজন এলোপাতাড়ি মারধর করেন।